আজকের আলোচিত ছবি: ৭ ফেব্রুয়ারি ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্রপরিষদ। আজ বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
চিড়িয়াখানায় রক্ষিত প্রাণীগুলো কী কারণে মারা গেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। আজ সকালে মিরপুর জাতীয় চিড়িয়াখানা আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
লবিস্ট ফার্ম নিয়োগ করে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে বলে জানিয়েছে সম্মিলিত ওলামা সমাজ। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক প্রতিবাদ সভায় সংগঠনের নেতারা এ মন্তব্য করেন। দেশবিরোধী কর্মকাণ্ড ও ষড়যন্ত্রের প্রতিবাদে এ সভার আয়োজন করেন তারা। ছবি: মাহবুব আলম
-
প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার নিয়োগে গঠিত সার্চ কমিটির কাছে কারও নাম বিএনপির পক্ষ থেকে প্রস্তাব করা হবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রাজধানীর পান্থপথের বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন নাটোরের গুরুদাসপুর উপজেলা সভাপতি আব্দুল আজিজকে দেখতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ছবি: জাগো নিউজ
-
চীনের আরও এক শহরে লকডাউন জারি করা হয়েছে। ভিয়েতনাম সীমান্তের সঙ্গে অবস্থিত চীনের বেইস শহরে ৩৫ লাখ মানুষের বসবাস। গত তিন দিনে ওই শহরে ৭০ জনের বেশি মানুষের দেহে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় আজ থেকে পুরো শহরে লকডাউন জারি করা হয়। ছবি: সংগৃহীত