আজকের আলোচিত ছবি: ৬ ফেব্রুয়ারি ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
দেশের ই-কমার্স খাতে শৃঙ্খলা ফেরাতে ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন (ইউবিআইডি) উদ্বোধন করা হয়েছে আজ। এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ। ছবি: জাগো নিউজ
-
জ্যেষ্ঠ সাংবাদিক ও বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের নামাজে জানাজা জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। আ দুপুর ১টায় এই নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
চতুর্থ গণবিজ্ঞপ্তির দাবিতে অনশনে বসেছেন ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা। আজ রাজধানীর ইস্কাটনে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সামনে এই কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচিতে ১৬তম নিবন্ধনে উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা অংশ নিয়েছেন। ছবি: মাহববু আলম
-
অডিট না হওয়া পর্যন্ত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির কর্মকর্তাদের ব্যবহৃত গাড়িসহ অন্যান্য সম্পত্তি বিক্রি না করতে আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটির ক্রেতা ও মার্চেন্টদের একাংশ। ইভ্যালির গাড়ি বিক্রি, মার্চেন্ট গ্রাহকদের স্বার্থবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে প্রতিষ্ঠানটি চালাতে হাইকোর্ট নির্দেশিত পরিচালনা পর্ষদকে এ আহ্বান জানানো হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
মাঘ মাসের শেষের দিকে হঠাৎ বৃষ্টিতে বগুড়ায় আলুর আবাদ নিয়ে কৃষকের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বৃষ্টিতে অধিকাংশ আলু ক্ষেতে পানি জমে গেছে। আজ শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিস্তীর্ণ আলুর জমিতে বৃষ্টির পানি জমে আছে। ছবি: জগো নিউজ
-
আজ এফডিসিতে শিল্পী সমিতির নতুন কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন বিদায়ী সভাপতি মিশা সওদাগর। ছবি: লিমন আহমেদ
-
নেদারল্যান্ডসের রটারডামের ঐতিহাসিক সেতু ‘ডি হেফ’। এই সেতুটি ভেঙে ফেলার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। এর কারণ হিসেবে বলা হচ্ছে, সেতুর নিচ দিয়ে অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও ধনকুবের জেফ বেজোসের বিলাসবহুল প্রমোদতরী যাবে। ছবি: সংগৃহীত