আজকের আলোচিত ছবি: ৫ ফেব্রুয়ারি ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
সদ্য অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে ‘সাধারণ সম্পাদক’ পদটি নিয়ে সমস্যা যেন কাটছেই না। নিপুণের আবেদনের প্রেক্ষিতে জায়েদ খানের পদ বাতিল হবে নাকি তিনিই দায়িত্বে থাকবেন এ বিষয়ে শনিবার বিকেলে পূর্ব ঘোষণা অনুযায়ি সিদ্ধান্ত জানাতে এফডিসিতে অবস্থান করছে শিল্পী সমিতির আপিল বোর্ড। অভিযোগকারী নিপুণকে আপিল বোর্ডের সভায় উপস্থিত থাকলেও আসেনি জায়েদ খান। ছবি: মাহবুব আলম
-
আজ রাজধানীর মতিঝিলের এফবিসিসিআই কার্যালয়ে মুজিব কর্নার ও নান্দনিক ডিরেক্টরস লাউঞ্জ উদ্বোধন করা হয়। ছবি: জাগো নিউজ
-
হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উপলক্ষে আজ সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাণী অর্চনার এ অনুষ্ঠানের আয়োজন করে সরস্বতী পূজা উদযাপন পরিষদ। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
রিং আইডিতে বিনিয়োগ করা টাকা ফেরতসহ বেশ কয়েকটি দাবিতে মানববন্ধন ও অনশন করছেন বিনিয়োগকারীরা। রিং আইডির সব কার্যক্রম সচল করাসহ ৭ দফা দাবিতে আজ দুপুরে মানববন্ধন করেন কয়েকজন বিনিয়োগকারী। তারা জানান, তাদের দাবি সরকারের কাছে যেন তাদের টাকা ফিরয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
লক্ষ্মীপুরের রামগতিতে ব্যতিক্রমী মডেলে স্থাপন করা হয়েছে আস-সালাম জামে মসজিদ। মসজিদটির বিশেষত্ব হলো বৈদ্যুতিক বাতি ছাড়াই প্রাকৃতিক আলোয় আলোকিত থাকে। এটি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের শেখের কিল্লা এলাকায় অবস্থিত। ছবি: কাজল কায়েস
-
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে বাড়িতে ফেরার অনুমতি দিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার (৪ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তার কার্যালয়। তবে ঘরে ফিরলেও কোনো দর্শনার্থী তার সঙ্গে দেখা করতে পারবেন না। ছবি: সংগৃহীত