আজকের আলোচিত ছবি: ১ ফেব্রুয়ারি ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
সম্প্রচার মাধ্যম ডিজিটাল করতে আগামী ১ এপ্রিল থেকে ঢাকা ও চট্টগ্রামে সেট টপ বক্স কার্যকরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ক্যাবল টিভি মালিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। ছবি: জাগো নিউজ
-
বিএনপি বিদেশে যে পাঠিয়েছিল তা লবিস্ট নিয়োগের জন্য নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই চিঠি ছিল মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের প্রতি আহ্বান মাত্র। আজ গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
‘বিনা কারণে আমার বাবাকে ৮০ দিন জেলহাজতে রাখা হয়েছে। তিনি ষড়যন্ত্রের শিকার।’ জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনএস অব কোম্পানিজের চেয়ারম্যান এম এন এইচ বুলুর মেয়ে নুসরাত লায়লা বুলু। তিনি এই কোম্পানির পরিচালক। ছবি: মাহবুব আলম
-
কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে দেখা করতে যাওয়া শিক্ষকদের ওপর হামলাকারীদের বিচারসহ বেসরকারি কারিগরি শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতা আদায়ের দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউট অ্যাসোসিয়েশন। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের সব শিক্ষক সংগঠনের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
প্রায় পৌনে দুই কোটি টাকা ব্যয়ে ১৯৯৩ সালে নির্মিত হয় রাজবাড়ীর কেন্দ্রীয় বাস টার্মিনাল। তবে নির্মাণের প্রায় ৩০ বছর হতে চললেও আজও চালু হয়নি টার্মিনালটি। ফলে জেলা শহরের বড়পুল ও নতুনবাজার মুরগির ফার্ম এখন অলিখিত বাস টার্মিনালে পরিণত হয়েছে। ছবি: রুবেলুর রহমান
-
উড্ডয়নের জন্য প্রস্তুত বিশ্বের প্রথম যাত্রীবাহী সম্পূর্ণ বৈদ্যুতিক প্লেন। অ্যালাইস নামের প্লেনটি তৈরি করেছে ইসরায়েলের একটি এভিয়েশন কোম্পানি। ছবি: সংগৃহীত