আজকের আলোচিত ছবি: ৩০ জানুয়ারি ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
সদ্য অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগে করেছেন অভিনেত্র নিপুণ। এসব অভিযোগ নিয়ে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে সংবাদ সম্মেলন করেছেন তিনি। ছবি: লিমন আহমেদ
-
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের হল শাখাগুলোর বার্ষিক সম্মেলন আজ অনুষ্ঠিত হয়েছে। প্রায় পাঁচ বছর পর এ সম্মেলনের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে উত্তাল এফডিসি। গত শুক্রবারের সমিতির নির্বাচনের বিভিন্ন অভিযোগ নিয়ে আজ এফডিসির ফটকে অবস্থান নেন সংগঠনগুলোর নেতাকর্মীরা। ছবি: মাহবুব আলম
-
১২ বছর ও তার বেশি বয়সী শিশুদেরও করোনাভাইরাসের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে করোনা টিকা এবং করোনা পরিস্থিতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলন। ছবি: জাগো নিউজ
-
নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে আরও ৭১৮ জন রোহিঙ্গা নাগরিককে। আজ দুপুর ২টায় উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে বাসগুলো রওনা দেয় বলে জাগো নিউজকে জানিয়েছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে জইশ-ই-মোহাম্মদ (জেএম) গ্রুপের শীর্ষ কমান্ডারসহ পাঁচ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। ছবি: সংগৃীত