আজকের আলোচিত ছবি: ২৯ জানুয়ারি ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
গতকাল বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচনে এফডিসিতে প্রবেশ করতে দেয়া হয়নি চলচ্চিত্রের ১৭টি সংগঠনের সদস্যদের। এ কারণে আজ ১৮ সংগঠনের পক্ষে এফডিসির এমডির পদত্যাগ দাবির ঘোষণা দেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। ছবি: লিমন আহমেদ
-
করোনাভাইরাস প্রতিরোধে দেশে টিকাদান শুরুর পর এক বছরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে। আজ দুপুর ১২টায় এক মতবিনিময় সভায় ঢামেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হক এ তথ্য জানিয়েছেন। ছবি: জাগো নিউজ
-
ভাষানটেক পুনর্বাসন প্রকল্প পুনরায় চালু করে ফ্ল্যাট নির্মাণের মাধ্যমে বস্তিবাসী ও নিম্নবিত্তদের মাঝে বরাদ্দ দেওয়াসহ সাত দফা দাবি জানিয়েছে ভাষানটেক পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন সংগ্রাম পরিষদ। আজ জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এসব দাবি তুলে ধরেন পরিষদের সভাপতি আব্দুর রউফ আকন্দ। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বরিশালের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সঙ্গে বয়ে যাচ্ছে হিমেল বাতাসও। এতে জেলায় বেড়েছে শীতের তীব্রতা। কনকনে ঠান্ডায় কাহিল হয়ে পড়েছেন নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ। ছবি: সাইফ আমীন
-
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন হোয়াইট হাউজে তাদের আরেক নতুন অতিথিকে স্বাগত জানিয়েছেন। আর এই নতুন অতিথি হলো একটি বিড়াল। যার নাম উইলো। এখন থেকে হোয়াইট হাউজেই থাকবে উইলো। ছবি: সংগৃহীত