আজকের আলোচিত ছবি: ২৮ জানুয়ারি ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় আজ ৯টা থেকে। বিকেল ৫টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলে। ছবি: লিমন আহমেদ
-
আজ সকাল সাড়ে ৯টা থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্য একাডেমি কেন্দ্রে অভিনয় শিল্পী সংঘের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ২টার দিকে ভোট দিতে আসেন জনপ্রিয় তারকা দম্পতি জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম মৌ। ছবি: মাইনুল ইসলাম
-
রাজধানীতে যেসব যাত্রী সিএনজিতে চলাচল করেন, তারা চালকদের কাছে জিম্মি নন। বরং ঢাকার এক কোটি যাত্রী গণপরিবহন মালিকদের কাছে জিম্মি হয়ে আছেন। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদ আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এ দাবি করেন। ছবি: মাহবুব আলম
-
নির্বাচন কমিশন গঠন আইন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বাসদের নেতারা এই দাবি জানান। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ অভিযোগ করে বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে সই করে চিঠি লিখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশকে বাংলাদেশকে সাহায্য-সহযোগিতা না দেওয়ার জন্য। আজ সিলেট সার্কিট হাউসে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী এ কথা বলেন। ছবি: ছামির মাহমুদ
-
ভারতের অন্যতম পর্যটনকেন্দ্র দার্জিলিংয়ে ফের তুষারপাত হতে পারে। সেই সঙ্গে রয়েছে হালকা বৃষ্টিপাতের আশঙ্কাও। ছবি: সংগৃহীত