আজকের আলোচিত ছবি: ২৭ জানুয়ারি ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
দলীয় সরকারের অধীন নির্বাচন কঠিন হলেও এটাই একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। আজ নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিক সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ মন্তব্য করেন সিইসি। ছবি: জাগো নিউজ
-
দলীয় সরকারের অধীন নির্বাচন কঠিন হলেও এটাই একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। আজ নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিক সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ মন্তব্য করেন সিইসি। ছবি: জাগো নিউজ
-
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের আলোর সিনিয়র রিপোর্টার হাবীবুর রহমানের মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও তদন্তের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা। আজ রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে এই মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে দপ্তরে কর্মরত রানিং স্টাফ-শ্রমিক কর্মচারীদের ‘মাইলেজ বিল’ কর্তনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে আগামী ৩১ জানুয়ারি থেকে কর্ম বিরতির ঘোষণা দিয়েছেন তারা। ছবি: রবিউল হাসান
-
উৎপাদন খরচ ও পরিশ্রম কম এবং লাভজনক হওয়ায় নওগাঁয় বেড়েছে কলাচাষ। কলাচাষকে কেন্দ্র করে জেলার মান্দা উপজেলার সতিহাটে গড়ে উঠেছে কলা বেচাকেনার হাট। এ হাটে সপ্তাহে প্রায় ৫০ লাখ টাকার কলা বেচাকেনা হয়। ছবি: আব্বাস আলী
-
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আবারও এয়ার ইন্ডিয়ার দায়িত্ব বুঝে নিলো টাটা গ্রুপ। আজ ভারত সরকার টাটা গ্রুপের কাছে এয়ার ইন্ডিয়ার মালিকানা হস্তান্তর করেছে। টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ বলেন, আবারও এয়ার ইন্ডিয়ার মালিকানা পেয়ে আমরা খুবই উচ্ছ্বসিত। আনুষ্ঠানিক হস্তান্তরের সময় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বলেও জানিয়েছেন এন চন্দ্রশেখরণ। ছবি: সংগৃহীত