আজকের আলোচিত ছবি: ২৩ জানুয়ারি ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাজধানীর বিভিন্ন এলাকার অবৈধ দখলদারদের কোনো ধরনের নোটিশ ছাড়াই উচ্ছেদ করা হবে বলে সতর্ক করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ সকালে রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় লাউতলা খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলাকালে তিনি এ কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
চাকরি স্থায়ীকরণ, মাতৃত্বকালীন ছুটি, সম্মানী ভাতা ও বেতন বাড়ানোসহ নানা দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি। আজ বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এসব দাবি জানান সংগঠনটির নেতারা। ছবি: মাহববু আলম
-
রাজধানীর বকশিবাজারের ‘সরকারি মাদরাসা-ই-আলিয়া ঢাকা’র নিজস্ব জমিতে মাদরাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভবন স্থাপন করার সিদ্ধান্ত বাতিল, নতুন হল নির্মাণসহ ৫ দফা দাবি জানিয়েছে মাদরাসার প্রাক্তন ছাত্র ফোরাম। ছবি: জাগো নিউজ
-
জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের পরীক্ষা চলমান রাখা, করোনায় সেশন জটের হাত থেকে মুক্তি পেতে মানববন্ধন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে দুপুর ১টা ৩০ মিনিটে এই মানববন্ধনের আয়োজন করে তারা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
হবিগঞ্জের চুনারুঘাটে থামছে না বন্যপ্রাণী হত্যা। বাঘ মনে করে এবার একটি চিতা বিড়ালকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে গ্রামবাসীর বিরুদ্ধে। এ ঘটনায় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে বন বিভাগ। শনিবার (২২ জানুয়ারি) রাতে চুনারুঘাট থানায় মামলাটি করা হয়। এর আগে হত্যা করা হয় একটি শেয়াল। ছবি: সৈয়দ এখলাছুর রহমান খোকন
-
আফগানিস্তানের ক্ষমতা দখল ও সরকার গঠনের পর প্রথমবারের মতো তালেবান কূটনীতিকরা ইউরোপে পশ্চিমা কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসতে যাচ্ছেন। টানা তিন দিনের বৈঠকের উদ্দেশ্যে নরওয়ের অসলোতে পৌঁছেছেন তারা। ছবি: সংগৃহীত