আজকের আলোচিত ছবি: ২১ জানুয়ারি ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
সংক্রমণের হার কমে গেলে আবারও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রাজধানীর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এক সভা শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। ছবি: জাগো নিউজ
-
দেশের চলমান করোনা মহামারি পরিস্থিতি মোকাবিলায় এবং স্বাস্থ্য সুরক্ষায় জনগণের দায়িত্বের কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, জনগণের দায়িত্ব অনেক বেশি। আজ সকালে চলমান করোনা পরিস্থিতি নিয়ে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ছবি: জাগো নিউজ
-
দেশের জনগণকে শোষণ করতে তেল গ্যাসের মূল্যবৃদ্ধি সরকারের আরেকটি অস্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
করোনা সংক্রমণের ভীতিকর পরিস্থিতিতেও চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। মাসব্যাপী এ মেলা এখনো পুরোপুরিভাবে জমে উঠেনি। সপ্তাহের পাঁচদিনই মেলা প্রাঙ্গণ থাকে প্রায় ফাঁকা। তবে শুক্র ও শনিবার ছুটির দিন হওয়ায় রাজধানীর পূর্বাচলে সরিয়ে নেওয়া এ মেলায় ক্রেতা-দর্শনার্থীর উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। ছবি: জাগো নিউজ
-
পাহাড়ি জেলা খাগড়াছড়িসহ ১৩ জেলাকে অধিক ঝুঁকিপূর্ণ (রেড জোন) হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এরপরও খাগড়াছড়িতে স্বাস্থ্যবিধি মানার কোনো প্রবণতা দেখা যাচ্ছে না। হাটবাজার থেকে শুরু করে পর্যটনকেন্দ্র সব জায়গায় উপেক্ষিত স্বাস্থ্যবিধি। বেশিরভাগ মানুষ পড়ছে না মাস্ক। ছবি: মুজিবুর রহমান ভুইয়া
-
প্রবল তুষারপাতে যখন ঢাকা চারপাশ, তখন আনন্দে মেতে উঠেছে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গ চিড়িয়াখানার সিংহ শাবকরা। সম্প্রতি তুষারপাতে তাদের খেলার একটি ভিডিও ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। ছবি: সংগৃহীত