আজকের আলোচিত ছবি: ১৭ জানুয়ারি ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের চলমান সংলাপে বসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ১০ সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকেলে প্রধানমন্ত্রীর গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে। ছবি: সংগৃহীত
-
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকারের বাসায় মিষ্টি নিয়ে গেলেন বিজয়ী প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। দলীয় নেতাকর্মীদের নিয়ে আজ বিকেলে শহরের মাসদাইর এলাকায় তৈমূরের বাসভবনে যান তিনি। ছবি: জাগো নিউজ
-
জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে করা করোনা পরীক্ষায় দুই বিভাগীয় কমিশনার ও পাঁচ জেলা প্রশাসকের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ‘জেলা প্রশাসক সম্মেলন-২০২২’ উপলক্ষে আজ সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
চাকরির আবেদনে বয়সসীমা বাড়ানোর দাবিতে আন্দোলনরতদের ওপর পুলিশ লাঠিপেটা করেছে বলে অভিযোগ চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীদের। তারা বলেছেন, পুলিশের এ ধরনের লাঠিপেটা ন্যক্কারজনক। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ কর্মসূচিতে এ অভিযোগ করেন তারা। সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
পবিত্র ওমরাহ পালনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। কর্তৃপক্ষ বলছে, একাধিক বার ওমরাহ পালনের ক্ষেত্রে কমপক্ষে ১০ দিনের ব্যবধান থাকতে হবে। সম্প্রতি জারি করা এ নির্দেশনা বিদেশি মুসলমানদের ক্ষেত্রেও প্রযোজ্য। দেশটিতে গত কয়েকদিনে সংক্রমণ আবারও বাড়তে থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত