আজকের আলোচিত ছবি: ১৫ জানুয়ারি ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন হবে অত্যন্ত সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ। আজ রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কৃষিবিদ প্রয়াত শওকত মোমেন শাহজাহান, কৃষিবিদ আব্দুল মান্নান ও কৃষিবিদ বদিউজ্জামান বাদশার স্মরণসভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
সাপ্তাহিক ছুটির দিনে বাণিজ্যমেলায় বেড়েছে সব শ্রেণির মানুষের আগমন। লোকসমাগম বাড়লেও সেই তুলনায় নেই বেচাকেনা। এদিকে নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মেলায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে বলা হচ্ছে। ছবি: জাগো নিউজ
-
আজ দুপুরে পূর্বাচলে বাণিজ্যমেলায় দেখা যায়, শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ নানা বয়সী মানুষ মেলায় এসেছেন। কেউ এসেছেন বন্ধু বা পরিবার নিয়ে। তারা ঘুরে দেখছেন বিভিন্ন স্টল। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর বিমানবন্দর সড়কের শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের সামনে। ৪২ মিটার বক্স সেকশনের আন্ডারপাস নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ও ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড। আন্ডারপাসটির নাম দেওয়া হয়েছে ‘সুর সপ্তক’। ছবি: মাহবুব আলম
-
রাত পোহালেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচন উপলক্ষে রাত থেকেই মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি: জাগো নিউজ
-
সমুদ্রের তলদেশে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনায় নিউজিল্যান্ড, টোঙ্গা ও ফিজিসহ বেশ কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জানা গেছে, হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হাপাই নামের আগেয়গিরিটিতে অগ্ন্যুৎপাতের এটি সর্বশেষ ঘটনা। ছবি: সংগৃহীত