আজকের আলোচিত ছবি: ১৪ জানুয়ারি ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের সর্বশেষ প্রতিবেদনকে ‘একপেশে, অগ্রহণযোগ্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যা দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ দুপুরে রাজধানীর মিন্টো রোডে মন্ত্রীর সরকারি বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
করোনাভাইরাস প্রতিরোধে সরকারের পক্ষ থেকে যে বিধিনিষেধ জারি করা হয়েছে তাতে নিজেদের দলীয় কর্মসূচি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আজ দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ তথ্য জানান। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
সাপ্তাহিক ছুটির দিন উপলক্ষে রাজধানীর পূর্বাচলে বাণিজ্যমেলায় দেখা গেছে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়। একই সঙ্গে কঠোরভাবে মেলায় মানা হচ্ছে স্বাস্থ্যবিধি। আজ মেলায় দেখা গেছে, সেখানে গেইটে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা হচ্ছে। যারা মাস্ক পরেননি তাদের দেওয়া হচ্ছে মাস্ক। ছবি: জাগো নিউজ
-
বাণিজ্যমেলায় একটি স্টলের সামনে আগত দর্শনার্থীদের ভিড়। ছবি: জাগো নিউজ
-
শীতপ্রবণ জেলা হিসেবে পরিচিত পঞ্চগড়ে তাপমাত্রা কিছুটা বেড়েছিল। তিনদিন না যেতে আবারও মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এতে শীতের তীব্রতাও বেড়েছে। ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। ছবি: সফিকুল আলম
-
বর্ষা এলেই মেকং নদীর অববাহিকায় অবস্থিত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার চিত্র বদলে যায়। ধানচাষি স্যাম ভংসের বাড়ির উঠোন বর্ষার পানি আর প্লাস্টিকের আবর্জনায় ভরে যায়। কেননা আশপাশের নদীর পানি এসে ভরাট হয় মেকং এবং তা ‘তনলে মেকং’ হৃদে প্রবাহিত হয়ে পানি উপচে সৃষ্টি করে বন্যার। এতে ডুবে যায় বহু ঘরবাড়ি, ফসলি জমিসহ নানা স্থাপনা। ছবি: সংগৃহীত