আজকের আলোচিত ছবি: ১২ জানুয়ারি ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বিদেশ থেকে ‘রাষ্ট্রবিরোধী’ বক্তব্যদাতাদের তালিকা করে পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছবি: জাগো নিউজ
-
নাইজেরিয়া ও দক্ষিণ আফ্রিকার কিছু ব্যক্তি ভ্রমণভিসায় বাংলাদেশে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। এদের একটি চক্র রাজধানীর পল্লবী থানা, রূপনগর থানা ও দক্ষিণখান থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন ২০২০ সালে উত্তীর্ণ এইচএসসি পরীক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান নেন শিক্ষার্থীরা। ছবি: মাহবুব আলম
-
‘সুস্থ রাখতে দেহ যন্ত্র হাঁটাই হোক মূলমন্ত্র’ এ শ্লোগানে জামালপুরের সরিষাবাড়ীতে ষষ্ঠ বারের মতো জাতীয় হাঁটা দিবস পালিত হয়েছে। আজ বিকেলে সরিষাবাড়ী প্রেস ক্লাবের সামনে ‘বাংলাদেশ ওয়াকিং ক্লাব’ জামালপুর জেলা শাখার উদ্যোগে দিবসটি পালন করা হয়। ছবি: মো. নাসিম উদ্দিন
-
ভারতের দক্ষিণ ২৪ পরগনার গোসাবার মথুরাখন্ড গ্রামে ঢুকে পড়া বাঘ ধরতে পাতা হয়েছে খাঁচা। দিনভর বাজি-পটকা ফাটিয়েও বাঘকে জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। আর সে কারণেই খাঁচা পেতে বাঘ ধরার পরিকল্পনা করেছে দেশটির বন দপ্তর। ছবি: সংগৃহীত