আজকের আলোচিত ছবি: ১১ জানুয়ারি ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ দ্বিতীয় দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সারাদেশ থেকে আসা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরা। জাতীয়করণের দাবিতে পালন করা লাগাতার অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোটসহ একাধিক সংগঠনের নেতারা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
সংবিধান মোতাবেক একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, স্বয়ংসম্পূর্ণ, শক্তিশালী ও স্বাধীন নির্বাচন কমিশন গঠনসহ পাঁচ দফা প্রস্তাব দিয়েছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। আজ সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে এ কথা জানান দলটির সভাপতি সৈয়দ বাহাদুল শাহ মোজাদ্দেদী। ছবি: মাহবুব আলম
-
সব ধরনের চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে বাড়ানো, নিয়োগ পরীক্ষায় জালিয়াতি বন্ধসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছে ‘সর্বদলীয় চাকরিপ্রত্যাশী ঐক্য পরিষদ’। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির ব্যানারে চাকরিপ্রত্যাশীরা এই মানববন্ধনের আয়োজন করেন। ছবি: জাগো নিউজ
-
আগামী ১ ফেব্রæয়ারি থেকে ২০২২ সালের অমর একুশে বইমেলা শুরুর প্রস্তুতি শুরু করেছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। এ লক্ষ্যে স্টল নির্মাণসহ আনুষঙ্গিক কার্যক্রম শুরুও হয়েছে। ছবি: জাগো নিউজ
-
৬৫ বছর বয়সে মারা গেছেন ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলি। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে তিনি ইতালির একটি হাসপাতালে মারা যান। তার মুখপাত্র রবার্ট সুইলো টুইট করে এ খবর নিশ্চিত করেছেন। ছবি: সংগৃহীত