আজকের আলোচিত ছবি: ১০ জানুয়ারি ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গীপারায় বঙ্গবন্ধুর সমাধীতে আওয়ামী লীগের পক্ষ শ্রদ্ধা জানানো হয়। ছবি: সংগৃহীত
-
১২ বছরের ঊর্ধ্বে যেকোনো শিক্ষার্থী টিকাকেন্দ্রে গেলে টিকা পাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, শিক্ষার্থীরা আইডি কার্ড নিয়ে কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে। কারও আইডি কার্ড না থাকলে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন কার্ড দেখালে টিকা দেওয়া হবে। আজ সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ রাসেল দুস্থ শিশু পুনর্বাসন ও প্রশিক্ষণ কেন্দ্রর ৪০০ শিশুকে শীতবস্ত্র দেওয়া হয়েছে। আজ শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। ছবি: মেহেদী হাসান
-
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষক-কর্মচারীদের সংগঠন ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ প্রত্যাশী মহাজোট’। কর্মসূচিতে সারাদেশ থেকে প্রায় তিন শতাধিক শিক্ষক-কর্মচারী উপস্থিত আছেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে রেললাইনের ওপর একটি ট্রেন আছড়ে পড়েছে। এ ঘটনায় সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন প্লেনের পাইলট। কারণ এটি আছড়ে পড়ার কয়েক সেকেন্ড পরেই লাইন দিয়ে দ্রæতগতিতে একটি ট্রেন চলে যায়। আজ রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ছবি: সংগৃহীত