আজকের আলোচিত ছবি: ৯ জানুয়ারি ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া তিন বিচারপতি শপথ নিয়েছেন আজ। তারা হলেন,- বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাদের শপথবাক্য পাঠ করান। ছবি: জাগো নিউজ
-
‘দেশে বর্তমানে সড়ক রয়েছে প্রায় ২২ হাজার কিলোমিটার, যার মধ্যে মহাসড়ক (হাইওয়ে) চার হাজার কিলোমিটার। পর্যায়ক্রমে এসব মহাসড়ক চার ও ছয় লেনে উন্নীত করা হবে।’ আজ রাজধানীর হোটেল কন্টিনেন্টাল প্রকল্পের আওতায় সরকারি-বেসরকারি অংশীদারীত্ব (পিপিপি) কর্তৃপক্ষের চুক্তি সই অনুষ্ঠিত হয়। এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম এসব কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আন্তর্জাতিকভাবে ৭ জানুয়ারিকে ‘ফেলানী দিবস’ পালনের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘আধিপত্য প্রতিরোধ আন্দোলন’ নামে একটি সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি থেকে সীমান্ত হত্যা বন্ধ, পানির ন্যায্য হিস্যা আদায় এবং আধিপত্যবাদী আগ্রাসন রোধের দাবি জানানো হয়। ছবি: মাহবুব আলম
-
আজ আশুলিয়ায় ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। ছবি: জাগো নিউজ
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে। তাকে হত্যা করতে পারলে দেশ শোষকদের হাতে চলে যাবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি বৃত্তি প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। ছবি: জাগো নিউজ
-
করোনাভাইরাস প্রতিরোধী টিকার বিরুদ্ধে পশ্চিম ইউরোপে হাজার হাজার মানুষ রাস্তা দখল করে বিক্ষোভ করেছেন। ফ্রান্সে এক লাখের বেশি মানুষ সরকারের বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছেন। ছবি: সংগৃহীত