আজকের আলোচিত ছবি: ৪ জানুয়ারি ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
চলতি বছরের ডিসেম্বরে ঢাকা-মাওয়া এবং জাজিরা-ভাঙ্গা রেললাইন স্থাপনের কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। আজ রাজধানীর রেল ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। ছবি: জাগো নিউজ
-
চলতি বছরের ডিসেম্বরে ঢাকা-মাওয়া এবং জাজিরা-ভাঙ্গা রেললাইন স্থাপনের কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। আজ রাজধানীর রেল ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। ছবি: জাগো নিউজ
-
করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ মোকাবিলায় আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত আসছে। একই সঙ্গে কমছে দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময়। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান। ছবি: জাগো নিউজ
-
সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করে অনশন ও অবস্থান ধর্মঘট করছেন গ্রিস থেকে দেশে পাঠানো ১৯ অভিবাসন প্রত্যাশী। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা তৃতীয় দিনের মতো অবস্থান করছেন তারা। এর আগে গত সপ্তাহে অবৈধভাবে প্রবেশ করা এই ১৯ বাংলাদেশিকে একটি চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে গ্রিসের রাজধানী এথেন্স থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
পড়ালেখা শেষ করেও চাকরি না পেয়ে অভিনব কায়দায় প্রতিবাদ জানিয়েছেন রেদওয়ান রনি নামের এক যুবক। মুখে কালি মেখে প্রশ্নফাঁস ও নিয়োগ বাণিজ্য বন্ধসহ বিভিন্ন দাবি-সম্বলিত পোস্টার নিয়ে পদযাত্রা করেছেন তিনি। আজ মুখে কালি মেখে রংপুর নগরীর লালবাগ থেকে পদযাত্রা শুরু করেন রনি। এরপর জাহাজ কোম্পানি মোড়, প্রেস ক্লাব চত্বর হয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘুরে আবারও লালবাগে গিয়ে পদযাত্রা শেষ করেন। ছবি: জিতু কবীর
-
করোনা সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। এই বিধিনিষেধের প্রভাব পড়ছে রাজ্যের কয়েক লাখ মানুষের জীবনে। তাদের সবাই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পর্যটনশিল্পের সঙ্গে জড়িত। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে যেন পর্যটনশিল্পকে স্বভাবিক করা যায় সেই দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছে পর্যটন ব্যবসায়ীরা। ছবি: সংগৃহীত