আজকের আলোচিত ছবি: ৩ জানুয়ারি ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাজধানীর আজিমপুর এলাকায় টিসিবির পণ্য বিক্রির ট্রাকের কাছে প্রায়ই এভাবে ভিড় লেগে থাকে। ছবি: মনিরুজ্জামান উজ্জ্বল
-
নিম্ন আয়ের মানুষের জন্য টিসিবির পণ্য বিক্রির কথা বলা হলেও তাদের বাইরে অনেকেই অপেক্ষাকৃত কম দামে পণ্য কেনার জন্য লাইনে দাঁড়ান। কোথাও কোথাও সংঘবদ্ধ চক্রের সদস্যরা টিসিবির পণ্য কিনে বাইরে বিক্রি করেন বলে অভিযোগ পাওয়া গেছে। মনিরুজ্জামান উজ্জ্বল
-
রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার পশ্চিম পাশের একটি অংশের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। এতে ফোয়ারার পানি গড়িয়ে পান্থপথের সড়কের একাংশে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন পথচারী এবং যাত্রীরা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
স্থানীয় বাসিন্দারা জানান, আজ ভোররাতে সার্ক ফোয়ারার এরিয়া দেয়ালে ফাটল দেখা দেয়। তখন থেকেই ফাটলের অংশে পানি গড়িয়ে পড়তে থাকে। দিনভর পানি গড়িয়ে জলাবদ্ধতার সৃষ্টি হলেও তা সমাধান করেনি ওয়াসা কর্তৃপক্ষ। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
নড়াইল সদর উপজেলার গোবরা ব্রিজ নির্মাণের ১০ মাসেও শুরু হয়নি সংযোগ সড়কের কাজ। ব্রিজের দুই প্রান্তে থাকা জমির মালিকদের ক্ষতিপূরণ দিতে না পারায় এ কাজ বন্ধ আছে। এতে থেমে আছে নড়াইল-ফুলতা আঞ্চলিক মহাসড়ক দুই লেনে প্রশস্তকরণ। ছবি: হাফিজুল নিলু
-
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তার মৃদু উপসর্গ রয়েছে বলে জানা গেছে। দেশটিতে করোনার নতুন ধরন ওমিক্রন দ্রæত ছড়িয়ে পড়ার পরপরই প্রতিরক্ষা মন্ত্রীর আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেলো। ছবি: সংগৃহীত