আজকের আলোচিত ছবি: ২ জানুয়ারি ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ ব্যর্থ নাকি সফল তা দেখতে সবাইকে অপেক্ষা করতে বললেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীকে জাতীকরণের দাবি জানিয়েছে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। পরে দাবি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেন তারা। ছবি: মাহবুব আলম
-
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতির বিষয়টি এড়িয়ে গেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সদ্য সমাপ্ত ৩২ জেলার কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
স্বাস্থ্যবিধি মেনে নতুন বছরের শুরুতেই ৬ জানুয়ারি হতে শুরু হচ্ছে স্মার্টফোন ও ট্যাব মেলা। মেলায় থাকছে ফাইভজি প্রযুক্তি নিয়ে চমক। রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হবে ‘স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০২২’ নামের এ মেলা। ছবি: জাগো নিউজ
-
লক্ষ্মীপুরে জটিল রোগে আক্রান্ত ১০৭ অসহায় রোগীর মাঝে ৪৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ দুপুরে জাতীয় সমাজসেবা দিবসে জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ চেকগুলো হস্তান্তর করা হয়। ছবি: কাজল কায়েস
-
গাজা উপত্যকায় হামাসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মাত্র একদিন আগেই গাজা থেকে ছোড়া রকেট ভূমধ্যসাগরে গিয়ে পড়েছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকেও বিমান হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ছবি: সংগৃহীত