আজকের আলোচিত ছবি: ৩০ ডিসেম্বর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আগামী বছরের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে। সেজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে বলা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বিস্তারিত তুলে ধরতে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। ছবি: জাগো নিউজ
-
চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় মোট জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী। এছাড়া এবার গড়ে ৯৩ দশমিক ৫৮ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা প্রত্যাশিত ফলাফল পেয়ে উচ্ছ্বসিত। ছবি: মাহবুব আলম
-
ডিটেইল্ড এরিয়া প্লান (ড্যাপ) চূড়ান্ত করেছে ড্যাপ পর্যালোচনা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এখন এটি প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক ও স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। আজ সচিবালয়ে ড্যাপ পর্যালোচনা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর ড্যাপ গেজেট আকারে প্রকাশিত হবে বলেও জানান তিনি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
দেশ যেভাবে উন্নয়নের পথে চলছে তাতে ডলারের হিসাবে ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ ধনী রাষ্ট্র হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সভাপতি অধ্যাপক ড. মীজানুর রহমান। আজ জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের উদ্যোগে আয়োজিত ‘মুক্তিসংগ্রামের চেতনায় সমৃদ্ধির পথে বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও ‘ভোটাধিকার হরণ’ দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধন পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। আজ দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা পরিষদ সংলগ্ন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করার সময় এ ঘটনা ঘটে। ছবি: মোবাশ্বির শ্রাবণ
-
হংকংয়ে স্ট্যান্ড নিউজের অফিসে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতারের পর দুইজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনেছে পুলিশ। তারা দুজনেই গণতন্ত্রপন্থি পত্রিকাটির সাবেক সিনিয়র সম্পাদক। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। আজ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ছবি: সংগৃহীত