আজকের আলোচিত ছবি: ২৮ ডিসেম্বর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
তিন দফা দাবিতে মহাসমাবেশ করছেন জাতীয়করণ হওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আজ কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি শুরু হয়। জাতীয়কারণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোটের তত্ত্বাবধানে সমাবেশ হচ্ছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আলোচনা করে মদকে মাদকদ্রব্য থেকে আলাদা করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ সচিবালয়ে জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। ছবি: জাগো নিউজ
-
জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ ছিলেন একজন পেশাদার সাংবাদিক। পেশাগত জীবনে তিনি সবকিছুকে ছাপিয়ে সাংবাদিকতাকেই প্রাধান্য দিতেন। আজ জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে রিয়াজ উদ্দিন আহমেদ স্মরণে সম্পাদক পরিষদ ও নোয়াব যৌথ আয়োজিত স্মরণ সভায় এ কথা বলেন বক্তারা। ছবি: মাহবুব আলম
-
রাজধানীর পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) আসছে ১ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যমেলা। তবে স্বল্প সময়ের নোটিশে নির্মাণের নির্দেশনায় অনেকটা তোড়জোড় করেই স্টল বানাচ্ছে মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো। ছবি: জাগো নিউজ
-
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোট থেকে সাত জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। আজ দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। ছবি: সায়ীদ আলমগীর
-
কলকাতার ৩৯তম মেয়র হিসেবে শপথ নিতে যাচ্ছেন ফিরহাদ হাকিম। শপথগ্রহণ উপলক্ষে কলকাতা পৌরভবনে সাজ সাজ রব। এই প্রথম পৌরভবনের ভেতরে মঞ্চ তৈরি করে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অতিথিদের বসার জন্য সব মিলিয়ে প্রায় ৫০০টি আসনের ব্যবস্থা করা হয়েছে। মূল মঞ্চে থাকছে প্রায় ৩০টি আসন। ছবি: সংগৃহীত