আজকের আলোচিত ছবি: ২৬ ডিসেম্বর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে সরাসরি সচিবালয়ে যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদদ ফয়েজ এ তথ্য নিশ্চিত করেন। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা আনতে একটি কোম্পানির মাধ্যমে পরীক্ষামূলকভাবে ৫০টি বাস চালু করেছে বাস রুট রেশনালাইজেশন কমিটি। আজ রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা নগর পরিবহনের এ বাস সেবার উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের পানজোরা গ্রামের বাসিন্দা ফাইজউদ্দিন শেখ (৮৫)। দীর্ঘদিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। কিন্তু আজ ৪র্থ ধাপে ওই ইউনিয়নে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে দুই নাতির কাঁধে ভর করে পানজোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১নং পুরুষ ভোটকেন্দ্রে আসেন ৮৫ বছর বয়সী ফাইজউদ্দিন। ছবি: আব্দুর রহমান আরমান
-
শান্তিপ্রিয় পঞ্চগড়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন মানেই তৃণমূল পর্যায়ের এক প্রকার ভোট উৎসব। পাঁচ বছর পরপর এ নির্বাচনকে ঘিরে সরব হয়ে ওঠে গ্রামের মাঠ-ঘাট, হাট-বাজার ও চায়ের দোকান। দিনরাত সাধারণ ভোটার আর প্রার্থীর কর্মী-সমর্থকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এলাকা। কিন্তু দীর্ঘ ১৮ বছর পর জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ছবি: সফিকুল আলম
-
শান্তিতে নোবেল জয়ী দক্ষিণ আফ্রিকার আর্চবিশপ ডেসমন্ড টুটু মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবসান ঘটানোর পেছনে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এক বিবৃতিতে আর্চবিশপ ডেসমন্ড টুটুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ছবি: সংগৃহীত