আজকের আলোচিত ছবি: ২৫ ডিসেম্বর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ঝালকাঠির লঞ্চ অগ্নিকাণ্ডে নিহত ২৯ জনের জানাজা সম্পন্ন হয়েছে। আজ বেলা ১১টায় বরগুনা সার্কিট হাউস সংলগ্ন ঈদগাহ মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়। ছবি: জাগো নিউজ
-
ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধদের মধ্যে ২১ জনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। তাদের মধ্যে শুক্রবার (২৪ ডিসেম্বর) একজন মারা যান। আজ সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্তলাল সেন এ তথ্য জানিয়েছেন। দগ্ধ চিকিৎসা বিষয়ে জানাতে প্রেস ব্রিফিং করেন তিনি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
রাজধানীর কিছু এলাকায় সাকার মাছ বিক্রি হচ্ছে। তবে এ মাছের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে অবহিতকরণ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে মৎস্য অধিদপ্তর। ছবি: জাগো নিউজ
-
খাবার হিসেবে সাকার মাছের মান অত্যন্ত নিম্নস্তরের হলেও এখন রাজধানীর পাড়া-মহল্লায় বিক্রি চলছে দেদারছে। দামের দিক থেকেও বেশ চড়া। এক কেজি মাছ বিক্রি হচ্ছে ২০০ টাকায়। আজ সকালে খিলগাঁও (শাহজাহানপুর) রেলওয়ে কলোনিতে এই মাছ বিক্রি হতে দেখা গেছে। ছবি: জাগো নিউজ
-
বড়দিনের কনসার্টে পিয়ানো বাজিয়ে দর্শকদের অবাক করেছেন ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন। বড়দিনকে সামনে রেখে শুক্রবার এক কনসার্টে প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট নিজের পিয়ানো বাজানোর দক্ষতা প্রদর্শন করে রীতিমত তাক লাগিয়েছেন। আজ এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ছবি: সংগৃহীত