আজকের আলোচিত ছবি: ২৪ ডিসেম্বর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ঝালকাঠিতে এমভি অভিযান-১০ নামের একটি যাত্রীবাহী লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: আতিকুর রহমান
-
অভিযান লঞ্চের অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪০ জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। ছবি: আতিকুর রহমান
-
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। বাংলাদেশ বঙ্গবন্ধুর দেশে। এখানে কোনো উসকানি দিয়ে লাভ হবে না। আজ রাজধানীর লালবাগে ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
ক্ষমতাসীন আওয়ামী লীগের অনুসারী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেছে স্বাচিপ নেতারা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নে তিন দিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেলে ইউনিয়নের মাস্টারের হাট এলাকায় প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। ছবি: মাসুদ রানা
-
আজ বাংলা একাডেমির সাধারণ পরিষদের চুয়াল্লিশতম বার্ষিক সভা-২০২১ অনুষ্ঠিত হয়েছে। সভায় অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার গ্রহণ করছেন অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। ছবি: মিজানুর রহমান মিথুন
-
বাংলা একাডেমির সাধারণ পরিষদের চুয়াল্লিশতম বার্ষিক সভায় আমন্ত্রিত সদস্য ও ফেলোদের একাংশ। ছবি: মিজানুর রহমান মিথুন
-
মিয়ানমার নতুন করে সামরিক বাহিনীর বিমান হামলা এবং ভারী গোলাবর্ষণের মুখে পালিয়ে প্রতিবেশী থাইল্যান্ডে আশ্রয় নিয়েছে কয়েক হাজার মানুষ। দেশটির থাইল্যান্ড সীমান্তবর্তী কারেন প্রদেশে সপ্তাহখানেক ধরে চলা সংঘর্ষের কারণে ভিনদেশ পালাতে বাধ্য হয়েছেন তারা। ছবি: সংগৃহীত