আজকের আলোচিত ছবি: ২১ ডিসেম্বর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
কক্সবাজারসহ বিভিন্ন পর্যটন স্পটে মানুষ মাস্ক না পরায় করোনা (নতুন ধরন ওমিক্রন) সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আজ সচিবালয়ে এক সভার শুরুতে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী। ছবি: জাগো নিউজ
-
শীতে দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা কমেছে। কোনো কোনো অঞ্চলে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। বাড়ছে ঠান্ডা, শ্বাসকষ্ট, অ্যালার্জি, চর্মরোগসহ শীতকালীন নানা ধরনের রোগ। ফলে হাসপাতালে ভিড় বেড়েছে রোগীদের। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মেডিসিন বহির্বিভাগে গিয়ে রোগীদের ভিড় দেখা যায়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ঝাটিয়ার খিল এলাকার রফিকুল ইসলামের ছেলে মামুন। তিনি পেশায় একজন অটোরিকশাচালক। এলাকাবাসীর নজর এখন মামুনের দিকে। এর কারণ তার চুল। পছন্দের ইউপি চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রতীক আনারসের আদলে চুলের ডিজাইন করিয়েছেন তিনি। ছবি: জাহিদ পটোয়ারী
-
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘের হামলায় নিহত জেলে মুজিবর গাজীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। ১২ ঘণ্টা অভিযান শেষে আজ বেলা ১১টার দিকে বনবিভাগ ও কোস্টগার্ডের সমন্বয়ে পায়রাটুলী খাল সংলগ্ন গহীন সুন্দরবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ছবি: আহসানুর রহমান রাজীব
-
ইয়েমেনে নিযুক্ত ইরানের শীর্ষ কূটনীতিক হাসান ইরলু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। জানা গছে, ইয়েমেনে থাকা অবস্থায় তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, চিকিৎসার জন্য তেহরানে নিয়ে আসার কয়েকদিন পরই তার মৃত্যু হলো। ছবি: সংগৃহীত