আজকের আলোচিত ছবি: ২০ ডিসেম্বর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
মোটা চাল কেটে মিনিকেট চাল চাল বানানো হয় বলে মানুষের মধ্যে যে ধারণা রয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আন্তর্জাতিক নিউট্রিশন অলিম্পিয়াড উপলক্ষে আজ সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান। ছবি: জাগো নিউজ
-
স্বাস্থ্য বাজেটের ব্যয় হাসপাতাল ও মেডিকেল ব্যবস্থাপনার চেয়ে রোগ প্রতিরোধ ব্যবস্থায় বাড়ানোর দাবি জানিয়েছে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট। সেইসঙ্গে চিকিৎসা ব্যয় কমাতে সরকারিভাবে হেলথ প্রমোশন ফাউন্ডেশন গঠনের দাবিও জানায় সংগঠনটি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদে নিয়োগপ্রাপ্তদের স্থগিতাদেশ প্রত্যাহার ও এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় সনদের এমপিও বঞ্চিত ফোরাম। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বাংলাদেশে মাল্টিসেক্টরাল সাসটেইনেবল প্লাস্টিক ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান উদ্বোধন করেছেন। আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বব্যাংকের সহযোগিতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ প্লাস্টিক ম্যানেজমেন্ট অ্যাকশন প্লান চালুর ঘোষণা করেন। ছবি: মাহবুব আলম
-
চিলির নতুন প্রেসিডেন্ট হলেন সাবেক ছাত্রনেতা বামপন্থি গ্যাব্রিয়েল বোরিক। তিনি এখন দেশটির সর্বকনিষ্ঠ নেতা। স্থানীয় সময় রোববার (১৯ ডিসেম্বর) নির্বাচন অনুষ্ঠিত হয় চিলিতে। বামপন্থি গ্যাব্রিয়েল বোরিক ৫৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ছবি: সংগৃহীত