আজকের আলোচিত ছবি: ১৯ ডিসেম্বর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন রোধে ১৭ জন প্রবীণ নাগরিককে দিয়ে শুরু হয়েছে বুস্টার ডোজ কার্যক্রম। প্রথম ব্যক্তি হিসেবে বুস্টার ডোজ নিয়েছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। আজ দুপুরে তাকে বুস্টার ডোজ দেওয়ার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
টিকার বুস্টার ডোজ নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এছাড়াও আজ টিকার বুস্টার ডোজ নেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, আইনমন্ত্রী আনিসুল হক, মৎস্য ও প্রাণিসম্পমন্ত্রী শ ম রেজাউল করিম ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি: মাহবুব আলম
-
মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টন থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিজয় মিছিল বের করেন। আজ দুপুর আড়াইটায় নয়াপল্টন থেকে শুরু হয় বিজয় মিছিলটি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট কোয়ার্টারের ভেতরের মাঠ সংলগ্ন রাস্তার পাশে আজ দুপুর ১টার দিকে ওএমএসের চাল ও আটা বিক্রি চলছিল। জনপ্রতি পাঁচ কেজি চাল ও আটা সংগ্রহের জন্য সকাল থেকেই সেখানে লাইনে দাঁড়িয়ে নারী, পুরুষ ও শিশুর দল। ছবি: মাহববু আলম
-
উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এতে জেঁকে বসেছে শীত। সপ্তাহজুড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। বিকেলের পর থেকে ঘন কুয়াশা আর তীব্র শীতে দুর্ভোগে ছিন্নমূল ও দুঃস্থ মানুষরা। ছবি: সফিকুল আলম
-
চীনের হুবেই প্রদেশের একটি ব্রিজ ধসে পড়ার ঘটনায় চারজন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার ওই দুর্ঘটনায় আরও ৮ জন আহত হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়া নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, চীনের কেন্দ্রীয় হুবেই প্রদেশের ইঝৌ শহরে ব্রিজের একটি অংশ ধসে পড়ায় চারজন নিহত এবং আরও ৮ জন আহত হয়েছে। ছবি: সংগৃহীত