আজকের আলোচিত ছবি: ১৭ ডিসেম্বর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বিধিবহির্ভূতভাবে চাকরি হারানো রাজধানীর মিরপুর সিদ্ধান্ত হাই স্কুলের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম রনিসহ চাকরিচ্যুত সব শিক্ষক-কর্মচারীর পুনর্বহাল ও শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াঁজো ফোরাম। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
অগ্রাধিকার ভিত্তিতে অভিবাসী শ্রমিকদের মর্যাদা দেওয়াসহ অভিবাসন ব্যয় শূন্যে নামিয়ে আনার দাবি জানানো হয়েছে। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত এক র্যালিতে এ দাবি জানান বক্তারা। ছবি: মাহবুব আলম
-
রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এই সভার আয়োজন করা হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
‘ভাত চাই না, বাঁধ চাই; ত্রাণ চাই না, টেকসই বাঁধ চাই; আশ্বাস নয়, বাস্তবায়ন চাই; ভিটে-মাটি নিয়ে বাঁচতে চাই’ স্লোগানে ভারী হয়ে উঠেছে পদ্মা পাড়ের রঞ্জন ছৈয়ালেরকান্দি এলাকা। আজ শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের রঞ্জন ছৈয়ালেরকান্দিতে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ভাঙনকবলিত মানুষ। ছবি: মো. ছগির হোসেন
-
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সুপার টাইফুন ‘রাই’-র আঘাতে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও চলছে উদ্ধার কাজ। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলের কয়েক লাখ বাসিন্দাকে। ছবি: সংগৃহীত