আজকের আলোচিত ছবি: ১৬ ডিসেম্বর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে দেশের মানুষকে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকেল সাড়ে ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে তিনি এ শপথ পড়ান। এসময়ে তার সঙ্গে ছিলেন ছোটো বোন শেখ রেহানা। ছবি: সংগৃহীত
-
বিজয়ের পঞ্চাশ বছর পালন করেছে গোটাজাতি। মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসোধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানাতে শিশুদেরকে সঙ্গে নিয়ে এসেছেন অভিভাবকরা। ছবি: জাগো নিউজ
-
আজ সরকারি ছুটি থাকায় প্রিয়জনদের নিয়ে ঘুরতে বের হয়েছেন অধিকাংশ নগরবাসী। এতে রাজধানীর বিভিন্ন সড়কে প্রচণ্ড ভিড় দেখা যায়। ছবি: মাহবুব আলম
-
হবিগঞ্জে সবুজ মাঠে ১২ হাজার বর্গফুটের জাতীয় পতাকা চিত্রিত করা হয়েছে। আজ বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে সদর উপজেলার পইল গ্রামের বড়পোতা মাঠে স্থানীয় ব্যবসায়ী মোদারিছ আলী টেনুর উদ্যোগে সবুজ মাঠে এ পতাকা চিত্রিত করা হয়। পতাকাটি দেখতে আশপাশের এলাকার মানুষের ঢল নামে। ছবি: সৈয়দ এখলাছুর রহমান খোকন
-
ফিলিপাইনের দিকে এগিয়ে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় রাই। আর কয়েক ঘণ্টার মধ্যেই এটি স্থলভাগে আছড়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে। ক্রমাগত শক্তি সঞ্চয় করে এরই মধ্যে ঝড়টি সুপার টাইফুনে রূপ নিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক আবহাওয়া সংস্থা জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার। ছবি: সংগৃহীত
-
জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞানবিষয়ক সংস্থা–ইউনেস্কো কলকাতার দুর্গাপূজা উৎসবকে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। ছবি: সংগৃহীত