আজকের আলোচিত ছবি: ১৪ ডিসেম্বর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামীলীগের নেতৃবৃন্দ। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বিজয়ের ৫০ বছরেও গণতান্ত্রিক রাষ্ট্র পাননি উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আশা করছি জনগণ আবার মুক্তিযুদ্ধের চেতনায় জেগে উঠবে। আজ রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ছবি: মাহবুব আলম
-
রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসেছেন শেখ তারেকুজ্জামান। দুই শিশুকে নিয়ে এসেছেন সঙ্গে। উদ্দেশ্য, তারা যেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, জাতির সূর্যসন্তানদের হত্যার কলঙ্কজনক অধ্যায় ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন ঢাবি উপাচার্য। ছবি: জাগো নিউজ
-
মানিকগঞ্জের সিংগাইরে ১২ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আজ দুপুরে উপজেলার চরদুর্গাপূর এলাকা থেকে তাদের আটক করা হয়। ছবি: বি.এম খোরশেদ
-
প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে যুক্তরাষ্ট্রের ইলিনিয়েস অঙ্গরাজ্যে অ্যামাজনের একটি গুদামের ছাদ ধসে ছয়জন কর্মী নিহত হওয়ার পর সমালোচনার মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। প্রশ্ন উঠেছে অ্যামাজনের কর্মীদের স্বাস্থ্যগত নিরাপত্তার বিষয়টি নিয়েও। ছবি: সংগৃহীত