আজকের আলোচিত ছবি: ১১ ডিসেম্বর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
দেশে ফাইভ জি নেটওয়ার্কের যাত্রা শুরু হচ্ছে আগামীকাল থেকে। আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এ তথ্য জানান। পরীক্ষামূলকভাবে ফাইভ জি নেটওয়ার্ক চালুকরণ উপলক্ষে পিআইডি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
মানবাধিকার লঙ্ঘনের ‘গুরুতর’ অভিযোগে র্যাব ও এই বাহিনীর সাবেক এবং বর্তমান ৭ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তবে মানবাধিকার লঙ্ঘনের ওই অভিযোগ অস্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ সকালে রাজধানীর কারওয়ান বাজারে ‘আদর্শ গ্রাহক সম্মাননা স্মারক-২০২১’ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
‘বন বাঁচলে, থাকবে পানি’-এই স্লোগানে প্রাকৃতিক বন উজাড় রোধ ও কাপ্তাই হ্রদের পানি দূষণমুক্ত রাখতে রাঙ্গামাটিতে নৌ র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শহরের ফিশারি ঘাট এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: শংকর হোড়
-
র্যাব প্রতিষ্ঠার পর থেকে জঙ্গি ও জলদস্যু মিলিয়ে মোট ৪২১ অপরাধী আত্মসমর্পণ করেছেন। তারা এখন স্বাভাবিক জীবনে ফিরেছেন। আজ রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব কথা বলেন। ছবি: মাহববু আলম
-
সৌদি আরবে ঐতিহ্যবাহী উটের সৌন্দর্য প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়েছে ৪০টিরও বেশি উটকে। অভিযোগ উঠেছে যে, এসব উটের সৌন্দর্য বর্ধনের জন্য বোটক্স ইনজেকশন এবং অন্যান কসমেটিকস ব্যবহার করা হয়েছিল। ছবি: সংগৃহীত