আজকের আলোচিত ছবি: ১০ ডিসেম্বর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আসন্ন শিল্পবিপ্লবের প্রস্তুতি হিসেবে দক্ষতার ব্যবধান কমিয়ে আনার জন্য দেশের উচ্চশিক্ষা ব্যবস্থা নতুন করে সাজাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলিউশন অ্যান্ড বিয়োন্ড-২০২১’ বিষয়ক দুদিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল ভাষণে এ কথা বলেন তিনি। ছবি: জাগো নিউজ
-
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা করতে বিদেশে যেতে না দেওয়া সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন, এমন মন্তব্য করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ছবি: মাহবুব আলম
-
নিরাপদ সড়ক আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে উসকানি ও রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে আজ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব। তারা দেশের বিভিন্ন ইস্যুতে অপপ্রচার চালাতো। সামাজিক যোগাযোগমাধ্যমসহ লিফলেট বিতরণের মাধ্যমে এসব অপপ্রচার অব্যাহত রাখতো তারা। ছবি: জাগো নিউজ
-
দেশে মানবাধিকার পরিস্থিতির অবনতি হচ্ছে বলে মন্তব্য করেছে মানবাধিকার নিয়ে কাজ করা বেশ কয়েকটি সংগঠন। আজ বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিভিন্ন সংগঠনের মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
লালমনিরহাটে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তিন দিনব্যাপী জেলা ইজতেমা। আজ জুমার নামাজ শেষে কালেক্টরেট মাঠে ইজতেমার আখেরি মোনাজাতে প্রায় লক্ষাধিক মুসল্লি অংশ নেন। ছবি: জাগো নিউজ
-
যুক্তরাজ্যের উচ্চ আদালতে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে ফেরত পাওয়ার আপিলে জয় পেয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যের আপিল বিভাগ যুক্তরাষ্ট্রের পক্ষে আজ এ রায় দেয়। এ রায়ের ফলে ব্রিটিশ কারাগার থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যার্পণ হওয়ার কাছাকাছি অর্থাৎ প্রায় শেষ ধাপে চলে এসেছেন অ্যাসাঞ্জ। ছবি: সংগৃহীত