আজকের আলোচিত ছবি: ৭ ডিসেম্বর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। আজ একনেকে ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। ছবি: জাগো নিউজ
-
সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডা. হাসান মাহমুদ। এসময়ে তিনি সদ্য পদত্যাগ করা প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। ছবি: জাগো নিউজ
-
গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, বেগম খালেদা জিয়াকে তিলে তিলে নিঃশেষ করে দিচ্ছে সরকার। আজ জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় আবদুস সালাম হলে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি আয়োজিত ‘স্বাধীন বাংলাদেশের বিপন্ন মানবতা ও বেগম খালেদা জিয়া’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
উচ্চশিক্ষার কারিকুলাম পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। আজ ‘চতুর্থ শিল্পবিপ্লব ও যাত্রাপথের সন্ধান’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন আয়োজন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে কোনো নোটিশ ছাড়াই অন্যায়ভাবে এক প্রবাসীর বাসাবাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। আজ সিলেট নগরের জেলরোডস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হল রুমে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন সুনামগঞ্জের দিরাই উপজেলার হাতিয়া গ্রামের বাসিন্দা মো. জুনু মিয়া। ছবি: ছামির মাহমুদ
-
স্বেচ্ছামৃত্যু অনেক দেশেই বৈধ। সেখানে কেউ চাইলেই নিজেকে মেরে ফেলার অধিকার রাখেন। এমন একটি দেশ হলো সুইজারল্যান্ড। এবার সেই দেশে আইনি স্বীকৃতি পেলো একটি বিশেষ যন্ত্র, ‘সারকো’। ছবি: সংগৃহীত