আজকের আলোচিত ছবি: ৬ ডিসেম্বর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
গতরাত থেকে টানা বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকার রাস্তা পানিতে ডুবে গেছে। ছবি: মাহবুব আলম
-
মুখে কালো কাপড় বেঁধে বৃষ্টিতে ভিজেই সড়কে নিহতদের স্মরণে শোক ও সংহতি প্রকাশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। কিন্তু বৃষ্টির কারণে আপাতত নিরাপদ সড়কের আন্দোলনে বিরতি ঘোষণা করা হয়েছে। আজ রাজধানীর রামপুরা ব্রিজে বৃষ্টিতে ভিজেই শোক ও সংহতি প্রকাশ করেন শিক্ষার্থীরা। ছবি: বিপ্লব দিক্ষৎ
-
ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’র প্রভাবে সারারাত ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ায় বিপাকে পড়েছে নগরবাসী। বৃষ্টির দিনে দোকানে বসে অলস সময় কাটাচ্ছেন রাজধানীর শাহবাগ বটতলা ফুল মার্কেটের দোকানিরা। ৫১টি ফুলের দোকানে নেই পাঁচজন ক্রেতাও। যারা এসেছেন তারাও জরুরি প্রয়োজনে। ছবি: মাহবুব আলম
-
আজকে বৃষ্টি ভেজা দিনের রাজধানীর একটি সড়কের দৃশ্য। ছবি: মাহবুব আলম
-
তিনদিনের টানাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে মাগুরায়। বৃষ্টির পানিতে ভেসে গেছে প্রধান ফসল রোপা আমন ধানসহ মসুর, রবি সরিষা, রসুন, পেঁয়াজ ও শাক-সবজির ক্ষেত। এতে দিশেহারা হয়ে পড়েছেন জেলার কয়েক হাজার চাষি। ফসল রক্ষায় অতিরিক্ত অর্থ খরচ করেও এই বৃষ্টিতে মিলছে না শ্রমিক। ফলে ক্ষেতেই পচে যাচ্ছে ধান। ছবি: মাহবুব আলম
-
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ফের আন্দোলনে নেমেছেন সাধারণ মানুষ। করোনা প্রতিরোধে বিধিনিষেধ মেনে চলা বাধ্যতামূলক করায় বিক্ষোভ করছেন তারা। স্থানীয় সময় রোববার (৫ ডিসেম্বর) করোনার বিধিনিষেধ বিরোধী বিক্ষোভে ঘটে সংঘর্ষের ঘটনাও। পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিলে পাথর নিক্ষেপ করেন আন্দোলনকারীরা। ছবি: সংগৃহীত