আজকের আলোচিত ছবি: ৪ ডিসেম্বর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর প্রধান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট লেখক-সাংবাদিক শহীদ শেখ ফজলুল হক মণির ৮৩ তম জন্মদিন। এ উপলক্ষে রাজধানীর বনানীর কবরস্থানে শহীদ শেখ ফজলুল হক মণিসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করেছে বাংলাদেশ যুবলীগ। ছবি: জাগো নিউজ
-
আজ ‘জাতীয় বস্ত্র দিবস ২০২১’ উদযাপন উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ পুলিশ ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের যৌথ আয়োজনে পরিবর্তিত পদ্ধতিতে বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ কার্যক্রম সম্পর্কিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজিপি ড. বেনজীর আহমেদ। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
দেশে অর্গানিক পণ্যের উৎপাদন বাড়াতে দেশব্যাপী উদ্যোক্তা তৈরির তাগিদ দিয়েছে বাংলাদেশ অর্গানিক প্রডাক্টস ম্যানুফ্যাকচারারস অ্যাসোসিয়েশন (বোপমা)। সেইসঙ্গে উদ্যোক্তা তৈরিতে সরকারকে উদ্যোগ নিতে আহ্বান জানায় সংগঠনটি। আজ জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত অর্গানিক পণ্যের চাহিদা সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে বক্তারা এ আহ্বান জানান। ছবি: মাহবুব আলম
-
মেক্সিকোতে বস্তাবন্দি অবস্থায় ২১০ জন অভিবাসীকে ট্রাক থেকে উদ্ধার করা হয়েছে। দেশটির অভিবাসন কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। আজ ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ছবি: সংগৃহীত