আজকের আলোচিত ছবি: ২ ডিসেম্বর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
এইচএসসি পরীক্ষার কারণে আন্দোলনে বিরতি দিয়ে রামপুরা ব্রিজে সীমিত আকারে মানববন্ধনের ঘোষণা দেন নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ রাজধানীর রামপুরা ব্রিজের ওপর মানববন্ধনের চেষ্টা করে। তবে পুলিশের বাধায় তারা মানববন্ধন না করে চলে যায়। ছবি: জাগো নিউজ
-
করোনার নতুন ধরন ওমিক্রনের কারণে পরিস্থিতি খারাপ হলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ রাজধানীর সরকারি সোহরাওয়ার্দী কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আজ অনুষ্ঠিত হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। রাজধানীর বেইলি রোডে অবস্থিত সিদ্ধেশ্বরী গার্লস কলেজের কেন্দ্রে গিয়ে দেখা যায় পরীক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
দেশের সব চিনিকল নতুন করে ঢেলে সাজানো হবে। তবে সবগুলোর কাজ একসঙ্গে শুরু করা যাবে না। আগামী বছর থেকে পর্যায়ক্রমে এ কাজ করা হবে। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এ কথা জানিয়েছেন। আজ রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
সেবার মান কমিয়ে দীর্ঘ আট মাস পর বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে ‘বেনাপোল এক্সপ্রেস’ যাত্রীবাহী ট্রেনটি পুনরায় চালু করা হয়েছে। আজ বেনাপোল স্টেশনে নির্ধারিত ১৮৮ যাত্রী নিয়ে দুপুর ১২.৪৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। এ সময় যাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানান রেল কর্মকর্তারা। ছবি: মো. জামাল হোসেন
-
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় উঠে এসেছে ইসরায়েলের রাজধানী তেল আবিব। বুধবার একটি গবেষণার ফলাফল প্রকাশ হয়েছে। সেখানে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে তেল আবিবের নাম ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত