আজকের আলোচিত ছবি: ৩০ নভেম্বর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাজধানীর রামপুরায় আন্দোলনরত শিক্ষার্থীরা আজকের মতো তাদের আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে। আগামীকাল বেলা ১১টায় তারা আবারও রাস্তা অবরোধের ঘোষণা দিয়েছে। আজ বিকেল পৌনে ৩টার দিকে এ ঘোষণা দেয় তারা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বাসচাপায় রামপুরার একরামুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের ছাত্র মাঈনুদ্দিনের মৃত্যুর ঘটনায় জড়িত বাস চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ। আজ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে সংগঠনটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
করোনাভাইরাসের টিকা নেওয়া নিয়ে মানুষের মধ্যে অনাগ্রহ দেখা দেওয়ায় ‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’ অর্থাৎ ‘টিকা না নিলে সেবা পাওয়া যাবে না’ ব্যবস্থায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনাভাইরাসের আফ্রিকান ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ মোকাবিলার প্রস্তুতি সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এ কথা জানান। ছবি: জাগো নিউজ
-
পাবনার চাটমোহর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) মেম্বার (সদস্য) নির্বাচিত হয়েছেন জান্নাতুল সরকার চম্পা (৩৫)। রোববার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে তিনি উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী মেম্বার পদে নির্বাচিত হন। তিনি পেশায় একজন পত্রিকার হকার। ছবি: আমিন ইসলাম জুয়েল
-
দখলকৃত পশ্চিম তীরের ইব্রাহিমি মসজিদে ইসরায়েলি প্রেসিডেন্টের সফরের নিন্দা করেছে সৌদি আরব। পাশাপাশি এটিকে ওই স্থানের পবিত্রতার স্পষ্ট লঙ্ঘন বলেও অভিহিত করেছে দেশটি। আজ আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ছবি: সংগৃহীত