আজকের আলোচিত ছবি: ২৯ নভেম্বর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
‘বিএনপি যে বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যে শিখিয়ে দিয়েছেন সেই বক্তব্যই খালেদা জিয়ার চিকিৎসকরা দিয়েছেন’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ সচিবালয়ে ক্যাবল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
বিদেশি বিনিয়োগের বিপক্ষে সরকার কোনো নীতি গ্রহণ করবে না বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আজ রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট ২০২১ এর ‘পরিবহন ও লজিস্টিকস’ শীর্ষক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম টিটুকে গুলি করে হত্যার ঘটনায় আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন। আজ সকালে ভোলা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। ছবি: জুয়েল সাহা
-
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশ্বজুড়ে গণমাধ্যমের সুবাদে যখন যা ঘটছে, আমরা তা জানতে পারছি। এতে করে গণমাধ্যমকর্মীদের চ্যালেঞ্জ বেড়ে গেছে। নির্ধারিত সময়ে সঠিক তথ্য দেওয়াটা এখন একটি বড় চ্যালেঞ্জ। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সাধারণ সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ক্যান্সারে আক্রান্ত হয়ে বিশ্ব বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ভিরগিল অ্যাবলোহ মারা গেছেন। রোববার ৪১ বছর বয়সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। লুইস ভুইটনের মালিকের বরাত দিয়ে এই খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। ছবি: সংগৃহীত