আজকের আলোচিত ছবি: ২৮ নভেম্বর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
নিরাপদ সড়কের দাবি এবং নটর ডেম কলেজের শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে রাজধানীর ধানমন্ডিতে সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এসময় তাদের ‘হাফ পাস না নিলে, দেখি গাড়ি কেমনে চলে’, ‘আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই’- ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
সাড়ে পাঁচ বছর পর আজ থেকে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। সম্মেলন অংশগ্রহণ প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান করেন। ছবি: জাগো নিউজ
-
সব ধরনের গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার বিধান করে প্রজ্ঞাপন জারিসহ তিন দফা দাবি বাস্তবায়নের দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্র জোট। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। এসময় তারা হাফ ভাড়ার দাবিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেওয়ার কথা বলেন। ছবি: মাহবুব আলম
-
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলার রায় ঘোষণা না হওয়ায় আদালত থেকে বের করে প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল ২২ আসামিকে। এসময় জড়ো হয়েছিলেন তাদের আত্মীয় স্বজনরা। তাদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। ছবি:বিপ্লব দিক্ষিৎ
-
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও মিশনারী স্কুল (প্রাইমারি) কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। ব্যালট ছিনতাইয়ের ঘটনায় আজ দুপুর ১টার দিকে ভোটগ্রহণ স্থগিত করা হয়। ছবি: এইচ এম কামাল
-
প্রাণঘাতি করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’-এর সংক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আগামী ৩ ডিসেম্বর থেকে এ জরুরি অবস্থা কার্যকর হবে। বহাল থাকবে ১৫ জানুয়ারি পর্যন্ত। নিউইয়র্ক গভর্নরের আদেশে স্থানীয় সময় শুক্রবার (২৭ নভেম্বর) এ জরুরি অবস্থা ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত