আজকের আলোচিত ছবি: ২৭ নভেম্বর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ সকালে ঢাকা মেডিকেল কলেজে আয়োজিত শহীদ ডা. মিলন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে। ছবি: জাগো নিউজ
-
গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ পাসের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রাজধানীর পুরান ঢাকার লক্ষ্মীবাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাখারী বাজার মোড় হয়ে রায়সাহেব বাজার মোড়ে গিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। ছবি: জাগো নিউজ
-
পর্যটকদের পদচারণায় মুখর সাগরকন্যা কুয়াকাটার সমুদ্র সৈকত। সাগরকন্যার সৌন্দর্যের সঙ্গে ভ্রমণের স্মৃতি ধরে রাখতে সব পর্যটকই নিজের ছবি তুলে রাখতে ভোলেন না। তবে যাদের ভালো ক্যামেরা নেই, তারা চাইলেই ছবি তুলে নিতে পারেন সৈকতের ফটোগ্রাফারদের মাধ্যমে। ছবি: আসাদুজ্জামান মিরাজ
-
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্লো পয়জন দিয়ে সরকার মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। আজ শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে তার স্মৃতি ফলকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ অভিযোগ করেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
রাজারবাগ দরবার শরীফের বিরদ্ধে অপপ্রচার বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশ আওয়ামী উলামা পরিষদসহ সমমনা ১৩টি ইসলামী দল। আজ জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সভা ও মানববন্ধন থেকে দলগুলোর নেতাকর্মীরা এ দাবি জানান। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
যুক্তরাজ্যের স্কপল্যান্ডে অ্যারওয়েন ঝড়ের কবলে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। ঝোড়ো বাতাস, বৃষ্টি ও তুষারপাতের কারণে বিভিন্ন স্থানে গাছ উপড়ে গেছে। ঝড়ের সময় স্কটল্যান্ডের এন্ট্রিমে একটি গাছ গাড়ির ওপর ভেঙে পড়ায় এক ব্যক্তি মারা যান। ছবি: সংগৃহীত