আজকের আলোচিত ছবি: ২৬ নভেম্বর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রোহিঙ্গা ক্যাম্প থেকেও জঙ্গিদের উত্থান হতে পারে। এই সমস্যা যদি শেষ না হয় তাহলে নতুন মাত্রায় জঙ্গিবাদের উত্থান হয়ে যেতে পারে। আজ রাজধানীতে এক আলোচনা সভায় মন্ত্রী একথা বলেন। ছবি: জাগো নিউজ
-
জাতীয় প্রেস ক্লাবের মওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, আমাদের অদক্ষ প্রবাসীরা দেশে ২৫ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। আজ ইউসেপ হাফিজ মজুমদার সিলেট টেকনিক্যাল স্কুলের ‘ইউসেপ কৃতি শিক্ষার্থী’ সংবর্ধনা ২০২১ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছবি: ছামির মাহমুদ
-
রাজবাড়ীতে স্বেচ্ছায় মতিউর রহমান নামের এক অসহায় কৃষকের দুই বিঘা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে আরএসএস (রাজবাড়ী স্বেচ্ছাসেবী সংগঠন) নামের একটি সংগঠন। আজ সকালে পৌর শহরের পশ্চিম ভবানীপুর মাঠে এ ধান কাটা হয়। ছবি: রুবেলুর রহমান
-
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে তুরস্কে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। তাদের মধ্যে অধিকাংশই ছিল নারী। দেশটির পুলিশ বিক্ষোভ দমনে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। ছবি: সংগৃহীত