আজকের আলোচিত ছবি: ২২ নভেম্বর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এলডিসি গ্রাজুয়েশন নিয়ে এক সংলাপে অংশ নেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি: জাগো নিউজ
-
বাংলাদেশ বনাম পাকিস্তানের ক্রিকেট ম্যাচে দেশের কেউ পাকিস্তানের পতাকা নিলে এমনকি জার্সি পরে আসলে তা প্রতিরোধের ঘোষণা দিয়েছে ‘পাকিস্তানি দালাল রুখবে তারুণ্য’ নামের একটি সংগঠন। আজ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম সংলগ্ন রাস্তায় সংগঠনটি এ ঘোষণা দেয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
সচিবালয়ে আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি: জাগো নিউজ
-
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছে দলটি। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি সমাবেশের আয়োজন করে। ছবি: মাহববু আলম
-
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে জেলেদের জালে ৪০ কেজির বাঘাইড় ধরা পড়েছে। আজ দিনগত গভীর রাতে পৌর এলাকার খালঘাটে নাসির হালদার ও তার ভাই জাইনুদ্দিন হালদারের জালে মাছটি ধরা পড়ে। ছবি: সোহান মাহমুদ
-
নদীর উপকারিতা উপেক্ষা করা যায় না। তাই নদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশে প্রতিবছর উৎসবের আয়োজন হয় থাইল্যান্ডে। স্থানীয়ভাবে এ উৎসবকে বলা হয় লয় ক্রাথং উৎসব। ছবি: সংগৃহীত