আজকের আলোচিত ছবি: ২০ নভেম্বর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
দেশের প্রাচীন বিদ্যাপীঠ ঢাকা কলেজের ১৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করেছে কলেজের শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীরা। আজ কলেজের মূল ভবনের সামনে থেকে এ র্যালি মিরপুর রোডের সায়েন্সল্যাব ও নীলক্ষেত মোড় প্রদক্ষিণ করে আবার কলেজে এসে শেষ হয়। ছবি: জাগো নিউজ
-
প্রাণ-ডিআরইউ ফুটবল টুর্নামেন্ট আগামীকাল থেকে শুরু হচ্ছে। শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ৪৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের টুর্নামেন্ট। টুর্নামেন্টে পৃষ্ঠপোষক হিসেবে সহযোগিতা করছে প্রাণ-আরএফএল গ্রুপ। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানায় সংগঠনটি। ছবি: জাগো নিউজ
-
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে গণঅনশনে বসেছেন দলের নেতাকর্মীরা। আজ সকাল ৯টা থেকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এই কর্মসূচি শুরু হয়। ছবি: বিপ্লক দিক্ষিৎ
-
রেস্তোরাঁ খাত সুশৃঙ্খলভাবে পরিচালনার স্বার্থে এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের হয়রানি থেকে রক্ষা করতে সহায়তা চেয়েছেন মালিকরা। আজ রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির নেতারা। ছবি: মাহবুব আলম
-
ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ভারতের অন্ধ্রপ্রদেশে ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ। শুধু কাডাপাতেই মৃত্যু হয়েছে ৮ জনের, নিখোঁজ রয়েছেন ১২ জন। তীর্থস্থান তিরুপতিতে পানিবন্দী হয়ে পড়েছেন কয়েকশ পুণ্যার্থী। ছবি: সংগৃহীত