আজকের আলোচিত ছবি: ১৯ নভেম্বর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বাংলাদেশ পুলিশের সক্ষমতা ও দক্ষতা আরও বাড়ানোর লক্ষ্যে জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্স থেকে দুটি এমআই-১৭১এ২ হেলিকপ্টার কেনার জন্য চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ ও রাশিয়ান হেলিকপ্টার্সের মহাপরিচালক অ্যান্ড্রি বোজিনস্ক্রি ভার্চুয়ালি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। ছবি: জাগো নিউজ
-
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে পূর্বঘোষিত গণঅনশন কর্মসূচি রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। ছবি: জাগো নিউজ
-
রচনা-চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্যদিয়ে শিক্ষার্থীরা জানাবে ‘ফেনী পুলিশ যেমন চাই’। আজ পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। ছবি: নুর উল্লাহ কায়সার
-
প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই কুষ্টিয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। আজ থেকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মশান এলাকায় এই ইজতেমা শুরু হয়। ছবি: আল মামুন সাগর
-
বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণার পর আনন্দ মিছিল বের করেন সে দেশের কৃষকরা। বিভিন্ন রাজ্য থেকে আনন্দ মিছিল বের হওয়া, মিষ্টি বিতরণের খবর জানা গেছে। ছবি: সংগৃহীত