আজকের আলোচিত ছবি: ১৬ নভেম্বর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ রাজধানী বাড্ডার একটি রেস্টুরেন্টে আরএফএল টিউবওয়েলের ৪০ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল দেশের বিভিন্ন অঞ্চলের ৪০টি গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করার ঘোষণা দেন। ছবি: জাগো নিউজ
-
আজ লন্ডনে দেশটির ফুড স্ট্যান্ডার্ড এজেন্সি ও সরকারি গবেষণাগারের কর্মকর্তা এবং লন্ডন সফররত কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত
-
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমি ক্ষমতায় গেলে দেশের সব অসহায় দরিদ্র মানুষকে ফ্রি চিকিৎসা দেবো। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে মওলানা ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী) আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ব্রাহ্মণবাড়িয়ার লইস্কা বিলের চম্পকনগর-আনন্দবাজার নৌরুটে ফের ঝুঁকি নিয়ে চলছে যাত্রীবাহী নৌকা। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এ রুটে চলাচলকারীসহ স্থানীয়রা। ছবি: আবুল হাসনাত মো. রাফি
-
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন প্রায় একমাস পর বের হয়ে শহর পরিদর্শনে যান। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের (কেসিএনএ) এক প্রতিবেদনে বলা হয়, নতুন শহরটি চীন সীমান্তের কাছে গড়ে তোলা হচ্ছে। সেই শহর পরিদর্শনে যান আলোচিত এই নেতা। ছবি: সংগৃহীত