আজকের আলোচিত ছবি: ১৩ নভেম্বর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের পাশাপাশি যানবাহনের বর্ধিত ভাড়া এবং জীবনযাত্রায় ব্যয় কমিয়ে আনার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এসব দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি। বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তারা এসব দাবি তুলে ধরেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আজ সকাল থেকেই ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আগেরদিন শুক্রবারই ঢাকার আকাশ মেঘলা ছিল। ছবি: মাহবুব আলম
-
আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত ‘জাতীয় পর্যায়ের ১১-২০ গ্রেডের সরকারি কর্মচারীদের দাবি আদায় লক্ষে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
নীলফামারীর ডিমলা উপজেলার খগারচর এলাকায় তিস্তা নদীর ওপর নির্মিত সেতুটির বেহাল দশা। সেতুটির দুই পাশ দেবে গিয়ে মাঝ বরাবর আঁকাবাঁকা হয়ে গেছে। নদী পারাপারের বিকল্প রাস্তা না থাকায় সেতুর দুই প্রান্তে বাঁশের সাঁকো তৈরি করে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন ১৯ গ্রামের বাসিন্দারা। অনেক সময় দুর্ঘটনাও ঘটছে। ছবি: জাগো নিউজ
-
গাজীপুরের নুহাশপল্লীতে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৩তম জন্মদিনে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ছবি: মো. আমিনুল ইসলাম
-
পাকিস্তানের বাজাউর জেলায় বোমা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আজ সকালে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ। বাজাউর জেলার পুলিশ প্রধান আব্দুস সামাদ খান বলেন, রাঘগান বাঁধের কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। ছবি: সংগৃহীত