আজকের আলোচিত ছবি: ১২ নভেম্বর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ডিজেল-কেরোসিনের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে গণসংহতি আন্দোলন। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। ছবি: জাগো নিউজ
-
সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি-ঘর, মন্দিরে হামলার বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহারসহ তার পদত্যাগ দাবি করেছে কয়েকটি সংগঠন। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মিছিল ও সমাবেশে এ দাবি জানান সংগঠনের নেতারা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
অ্যাপভিত্তিক কাজের কর্মীদের শ্রম আইনে অন্তর্ভুক্ত করাসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাইড শেয়ার অ্যান্ড সার্ভিস ডেলিভারি ওয়ার্কার্স ইউনিয়ন। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সংগঠনটি। ছবি: জাগো নিউজ
-
শুক্রবার ছুটির দিনে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিতে নিয়োগ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে মধ্য দুপুরে ঢাকার বিভিন্ন সড়কে ব্যাপক যানজট দেখা দেয়। সকাল ১০টা থেকে কোথাও দুপুর ১২টা আবার কোথাও সাড়ে ১২টা পর্যন্ত চলে এ পরীক্ষা। ছবি: মাহবুব আলম
-
আবারও জুমার নামাজ চলাকালে বোমা বিস্ফোরণে ক্ষতবিক্ষত হলো আফগানিস্তান। আজ দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের স্পিন গর জেলার একটি মসজিদে এ হামলার ঘটনা ঘটে। এতে ইমামসহ অন্তত এক ডজন লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে। ছবি: সংগৃহীত