আজকের আলোচিত ছবি: ১১ নভেম্বর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঝিনাইদহের মহেশপুরে ভোটারদের কেন্দ্রে আসতে বাধাসহ প্রভাব বিস্তার নিয়ে নৌকা ও বিদ্রোহী মোটরসাইকেল প্রতীকের সমর্থকদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ কারণে বিজিবির সদস্যা কঠোর অবস্থানে ছিলেন। ছবি: আব্দুল্লাহ আল মাসুদ
-
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইউপি নির্বাচনে সবসময় একটু ঝগড়াঝাঁটি হয়েই থাকে। আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গঠিত নিরাপত্তা বিষয়ক উপ-কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
আজ জাতীয় প্রেস ক্লাবে ‘সেভ আওয়ার সি, বাংলাদেশ’ এর আয়োজনে ব্লু ইকোনমিক: সম্ভাবনা এবং চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
রাজধানীর রমনা কালীমন্দির সংলগ্ন পুকুরে চোখজুড়ানো শাপলা ফুল ফুটেছে। ছবি: জাগো নিউজ
-
ভারত ও শ্রীলঙ্কায় ভারি বৃষ্টিতে কমপক্ষে ৪১ জন প্রাণ হারিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিযয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টি কিছুটা কমতে পারে। আজ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ছবি: সংগৃহীত
-
উত্তর-পূর্ব চীনের কিছু অংশে ভারি তুষারপাত শুরু হয়েছে। চলতি বছর দেশটিতে যে পরিমাণ তুষারপাত হয়েছে তা গত ১১৬ বছরের মধ্যে সর্বোচ্চ। তবে বছরের শুরুতেই দেশটিতে তীব্র বিদ্যুৎ বিভ্রাটের ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় তুষারপাতের মধ্যে ঘরবাড়ি উষ্ণ রাখার বিষয়টি উদ্বেগ বাড়াচ্ছে। ছবি: সংগৃহীত