আজকের আলোচিত ছবি: ৯ নভেম্বর ২০২১
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে নিরাপদ খাদ্য নিশ্চিতে সেন্ট্রালি একটি ল্যাব নারায়ণগঞ্জে করা হচ্ছে। যা হবে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ। আজ ঢাকায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩ ও বিধি-প্রবিধি সম্পর্কে অবহিতকরণ এবং জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৮টি ছাত্র সংগঠনের ডাকে জ্বালানী তেলের দাম ও বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়। ছবি: জাগো নিউজ
-
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালতের দেওয়া রায়ে প্রমাণিত হয়েছে, কেউ আইনের ঊর্ধ্বে নয়।’ আজ সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
মানুষের সুস্থ থাকার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন যাপিত জীবনের পরিবর্তন। আজ ‘জাগোনিউজ২৪.কম’র কনফারেন্স রুমে লিভার সচেতনতা বিষয়ক এক আলোচনা সভায় এ কথা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ‘ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন’র বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। ছবি: জাগো নিউজ
-
মিয়ানমারে গণতন্ত্রকামী প্রতিরোধযোদ্ধাদের হুমকির মুখে পদত্যাগ করেছেন অন্তত ৮০ জন প্রশাসনিক কর্মকর্তা। দেশটির ম্যাগওয়ে অঞ্চলের নাটমাউক জনপদে জান্তা সরকারের নিয়োগ দেওয়া এসব কর্মকর্তা আর দায়িত্বপালন করবেন না বলে জানিয়ে দিয়েছেন। ছবি: সংগৃহীত